সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মিয়ানমারে আবারও বিজয়ী হতে পারেন অং সান সু চি

মিয়ানমারে আবারও বিজয়ী হতে পারেন অং সান সু চি

গণহত্যার অভিযোগে বহির্বিশ্বে সমালোচিত হলেও, মিয়ানমারের সাধারণ নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি আবারও বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের সামরিক শাসনের পর ২০১০ সালে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে মিয়ানমার। তবে সেনাবাহিনীর প্রভাব থেকে সেই গণতন্ত্র বের হতে পারেনি। তথাকথিত গণতান্ত্রিক দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো অং সান সু চি বিজয়ী হতে পারেন। তবে এবার তার দলের জয় নিয়ে খুব বেশি সংশয় না থাকলেও গত নির্বাচনের চেয়ে কিছু আসন কমতে পারে। ২০১৫ সালের মতো বড় ব্যবধানে জয় পাবেন না বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৪০ এবং উচ্চকক্ষ জাতীয় পরিষদের ২২৪ আসনের মধ্যে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। বাকি আসনগুলোতে গতকাল ভোট হয়েছে। দেশটিতে ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লাখ।

সর্বশেষ খবর