মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেন কি ইরানের বিরুদ্ধে অবরোধ তুলবেন

আল জাজিরার প্রতিবেদন

ট্রাম্পের গত চার বছরের শাসনামলে যে দেশ ও প্রতিষ্ঠানগুলো কোণঠাসা অবস্থায় পড়েছিল তার মধ্যে অন্যতম ছিল ইরান ও জলবায়ু বিষয়। তবে গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাতিল করা পারমাণবিক চুক্তি তিনি পুনর্বহাল করবেন। তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু এখন কি তিনি চাইলেই সেই চুক্তি পুনর্বহাল করতে পারবেন! পরিবর্তিত পরিস্থিতি বলছে বিষয়টি অতটা সহজ হবে না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

জো বাইডেন যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই সময় অর্থাৎ ২০১৫ সালে বিশ্বের শক্তিধর ছয় দেশ ও সংস্থা ইরানের সঙ্গে সঙ্গে পারমাণবিক চুক্তি হয়। কিন্তু ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একতরফাভাবে ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করেন। তবে ইউরোপিয়ান মিত্ররা কিন্তু এখনো চুক্তিতেই আছে। ২০১৫ সালে হওয়া ওই চুক্তিটির নাম জয়েন্ট কমপ্রিহেনসিভ প্লান অব একশন (জেসিপিওএ)। এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য তাদের পুরো আর্থিক খাতের ওপর অর্থনৈতিক অবরোধ দেয়। কালো তালিকাভুক্ত করে সব আর্থিক খাতকে। এর ফলে ইরানে আকস্মিকভাবে মুদ্রাস্ফীতি দেখা দেয়। দেখা দেয় ওষুধের সংকট। ট্রাম্পের এমন প্রচেষ্টার জোর বিরোধিতা করেন ইউরোপিয়ান মিত্ররা। কিন্তু তিনি তাতে কান দেননি। এরপর এবার প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের এই ধারা পাল্টে ফেলার প্রতিশ্রুতি দেন বাইডেন।

সর্বশেষ খবর