মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘ইসলামকে আমরা ভীষণ সম্মান করি’

‘ইসলামকে আমরা ভীষণ সম্মান করি’

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লি দ্রিয়ান

সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যার জেরে আরব দেশগুলোসহ প্রায় গোটা মুসলিম বিশ্বেই ফ্রান্সে উৎপাদিত পণ্য বয়কটের ডাক ওঠে। ম্যাক্রোঁর সমালোচনা করার পাশাপাশি ফ্রান্সের নাগরিকদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে এবার সেই ক্ষোভ প্রশমন করার কাজ শুরু করলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লি দ্রিয়ান। মিসর সফরে গিয়ে তারা ইসলাম ধর্মকে খুব সম্মান করেন বলেও উল্লেখ করলেন। রবিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকরির সঙ্গে দেখা করেন লি দ্রিয়ান। তারপর ইসলাম ধর্মের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে যেভাবে ফ্রান্স বিরোধী হাওয়া উঠেছে তা অনভিপ্রেত।

সর্বশেষ খবর