মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অক্সফোর্ডের ‘ওম্যান’ শব্দের সংজ্ঞায় পরিবর্তন

অক্সফোর্ডের ‘ওম্যান’ শব্দের সংজ্ঞায় পরিবর্তন

‘ওম্যান’ শব্দের সংজ্ঞায় পরিবর্তন আনল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ব্যবহার করা হয়েছে-অভিযোগে এমন পরিবর্তন আনল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দের বিষয়ে আপত্তি জানিয়ে অনলাইন পিটিশন চালু করেন। সেখানে ‘ওম্যান’ সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়।

সর্বশেষ খবর