বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
নাগর্নো-কারাবাখ

যুদ্ধ বন্ধের চুক্তি, লাভ আজারবাইজানের

রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধের চুক্তি হলো আর্মেনিয়া-আজারবাইজানের। আজারি প্রেসিডেন্ট চুক্তিকে স্বাগত জানিয়েছেন। কিন্তু আর্মেনিয়ার মানুষ বলছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। বিশেষজ্ঞরাও বলছেন, চুক্তিতে ‘জয়’ হয়েছে আজারবাইজানের। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই চুক্তি আমার এবং দেশের মানুষের জন্য অত্যন্ত কষ্টের। তবে যুদ্ধ বন্ধ করার জন্য এ চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’ স্বাভাবিকভাবেই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে আজারি প্রশাসন। চুক্তিতে ঠিক হয়েছে, নাগর্নো-কারাবাখে এই মুহূর্তে যার অবস্থানে যেখানে, সে সেখানেই থাকবে। নতুন চুক্তির আওতায় আজারবাইজানের হাতেই থাকবে নাগোর্নো কারাবাখ। আর্মেনিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিকটবর্তী আরও কিছু এলাকা থেকে সরে যাবে। চুক্তির বয়ান অনুযায়ী লাভ হলো আজারবাইজানের।

সর্বশেষ খবর