বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

৩০ হাজার বছর আগের যমজ শিশুর কঙ্কাল

অস্ট্রিয়ায় যমজ শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে; যা ৩০ হাজার বছর আগের। ডিম্বাকৃতির গর্তে লাল গিরিমাটি দ্বারা অনাবৃত ছিল কঙ্কাল দুটি। প্রত্নতত্ত্ববিদরা জানান, কঙ্কালগুলো যেখানে পাওয়া গেছে সেটি একটি গোরস্থান। গেবেষকরা কঙ্কাল দুটির ডিএনএ বিশ্লেষণ করে জানান, যমজ শিশুর একটি জন্মের পর ছয় থেকে সাত সপ্তাহ বেঁচে ছিল এবং অন্যটি বেঁচে ছিল ১৩ থেকে ১৪ সপ্তাহ।

সর্বশেষ খবর