বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

বর্ষসেরা শব্দ ‘লকডাউন’

বর্ষসেরা শব্দ ‘লকডাউন’

চলতি বছরের সবচেয়ে আলোচিত শব্দ হিসেবে জায়গা পেল করোনা মহামারীতে বহুল ব্যবহৃত ‘লকডাউন’ শব্দটি। করোনাভাইরাসের বিস্তারের সময় নাটকীয়ভাবে শব্দটির ব্যবহার বেড়ে যাওয়ায় ইংরেজি ভাষার অভিধান কলিনসের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে ‘লকডাউন’। ইংরেজি ভাষার এই অভিধান কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস মহামারীর লাগাম টানতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের নেওয়া পদক্ষেপের মুখোমুখি হওয়া কোটি কোটি মানুষের অভিজ্ঞতার সমার্থক শব্দ হয়ে উঠেছে ‘লকডাউন’। চলতি বছর কলিনসের বেছে নেওয়া আলোচিত শব্দ দশটি। এর মধ্যে বৈশ্বিক স্বাস্থ্য সংকট সম্পর্কিত শব্দ ছয়টি। এই ছয়টি শব্দের মধ্যে রয়েছে ‘করোনাভাইরাস’, ‘সোস্যাল ডিসটেনসিং’, ‘সেলফ-আইসোলেট’, ‘ফারলো’, ‘লকডাউন’ এবং ‘কো-ওয়ার্কার’। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত লকডাউন শব্দটি। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর