বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিহার জয়, এবার বিজেপির চোখ বাংলায়

কলকাতা প্রতিনিধি

বিহার জয় শেষ। রাজ্যটির ২৪৩ আসনের মধ্যে (সংখ্যাগরিষ্ঠ ১২২) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও বিজেপির  এনডিএ জোট পেয়েছে ১২৫টি আসন। এর মধ্যে বিজেপির একার দখলেই গেছে ৭৪টি।

এই জয়ে উচ্ছ্বাসিত বিজেপি বলছে, তাদের পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ জয়। গত সপ্তাহেই পশ্চিমবঙ্গে দুই দিনের সফরে এসে বাংলায় ২০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। এরপর মঙ্গলবার বিহার ভোটের ফল ঘোষণার দিনই বিজেপি নেতাদের একাংশের কথায় ধরা পড়েছে বাংলায় বাড়তি আত্মবিশ্বাসের সুর।

কিন্তু প্রতিবেশী বিহারের ফলাফলের প্রভাব কি পশ্চিমবঙ্গে পড়বে? সেই প্রশ্ন ঘুরপাক করছে রাজনৈতিক মহলের আনাচে-কানাচে। বিশ্লেষকদের একাংশের অভিমত সামগ্রিকভাবে বলাই যায়,  বিহারের ফলাফল বাংলায় একুশের নির্বাচনেও বিজেপিকে বাড়তি প্রেরণা জোগাবে। বিহারের ফল দেখার পর তারা আরও কোমর বেঁধে বাংলা দখলের লড়াইয়ে ঝাঁপাবে। পর্যবেক্ষকদের মতে, বিহার ভোটের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে বিহার সীমান্ত-লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। গত বছর লোকসভা নির্বাচনের সময় একধিকবার বাংলায় প্রচারণায় এসেছিলেন মোদি। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি জয় পেয়েছে তারা। আর এবারের বিধানসভা নির্বাচনে বাংলা জয়ই যে তাদের প্রধান লক্ষ্য, তা নিয়ে রাখঢাক করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জয়প্রকাশ নাড্ডা।

সর্বশেষ খবর