বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিজেপির ‘ছাড়’ পেয়ে চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বিজেপির ‘ছাড়’ পেয়ে চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ভর করেই নীতীশ কুমার চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ১৪ ঘণ্টা ধরে ভোট গণনার পরে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ হাড্ডাহাড্ডি লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে নীতীশের সংযুক্ত জনতা দল গতবারের চেয়ে এবার কম আসন পেয়েছে। এবং বিজেপি গতবারের তুলনায় বেশি আসন পেয়েছে। তা সত্ত্বেও বিজেপি জাতীয় স্তরের নেতা ভূপেন্দ্র যাদব ঘোষণা করেছেন সংযুক্ত জনতা দল থেকে বিজেপি অনেক বেশি আসন পেলেও ওয়াদা অনুযায়ী নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন। বিহার বিধানসভার ২৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ১২৫ আসন।  সরকার গঠনের জন্য দরকার ১২২ আসন। বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের যুবা নেতা সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন ‘মহাগটবন্ধন’ শেষ পর্যন্ত ১১০টি আসন পায়। যদিও তেজস্বীর দল একক দল হিসাবে সবচেয়ে বেশি ৭৫ আসন পেয়েছে।

সর্বশেষ খবর