বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১৮৮ দেশে নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের বিমান

ঋণের ভারে নুয়ে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি জটিল করে ইমরান খান প্রশাসনের অবস্থা আরও শোচনীয় করে তুলেছে করোনা মহামারী। এই পরিস্থিতিতে আরও বিপাকে পড়েছে সে দেশের সরকারি ও বেসরকারি বিমান সংস্থাগুলো। বিশ্বের ১৮৮টি দেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে পাকিস্তান এয়ারলাইনসের বিমান। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদন্ড রয়েছে।

আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থা, আইসিএও সেদিকে নজর রাখে। পাকিস্তান এয়ারলাইনসের সেই আন্তর্জাতিক মান নিয়ে আইসিএওর অসন্তোষ রয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান বিমান কর্তৃপক্ষ সে বিষয়ে গুরুত্ব দিয়ে পরিষেবার মান বাড়াতে সদর্থক ভূমিকা নেয়নি। সব মিলিয়ে গুণগত মান নিয়ে চরম বিপাকে পড়েছে পাকিস্তান বিমান সংস্থাটি।

সর্বশেষ খবর