বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বাইডেন বললেন

ফের লকডাউনে যেতে পারে আমেরিকা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনা সংক্রমণের হার পুনরায় উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে আবারও লকডাউনের কথা ভাবছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।  এ সপ্তাহের শুরুতে করোনাভাইরাসের গতি-প্রকৃতির আলোকে বাইডেনের করণীয় নিয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এবং করোনা সম্পর্কিত জাতীয় টাস্কফোর্সের পরিকল্পনা প্রকাশের পর গত চার দিনে সংক্রমণের হার বৃদ্ধির ঘটনা অব্যাহত রয়েছে। ৩ নভেম্বরের নির্বাচনের পরদিন থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিনই এক লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচিত প্রেসিডেন্ট এবিসি টিভির সঙ্গে গত সোমবার কথা বলার সময় উল্লেখ করেছেন, বাস্তবতার আলোকে স্বাস্থ্যবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেব। প্রয়োজনে লকডাউনে যাব।

সর্বশেষ খবর