বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইমরানের দলে ‘বিদেশি চাঁদা মামলা’র অবাধ তদন্ত চাই : পিডিএম

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে সরকারবিরোধী ১১টি দলের জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর জন্য বিদেশি চাঁদা গ্রহণসংক্রান্ত মামলার অবাধ তদন্তের দাবি জানিয়েছে।

পিডিএম সিন্ধু প্রদেশ পুলিশের মহাপরিদর্শক মুশতাক মেহের অপহরণ ঘটনার তদন্ত রিপোর্টও দ্রুত প্রকাশের দাবি তুলেছে।

‘দুনিয়া নিউজ’ জানায়, পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির সঙ্গে ভার্চুয়াল আলোচনা শেষে পিডিএম নেতারা বৈঠকে মিলিত হন ইসলামাবাদে। তারা সিদ্ধান্ত নেন, ১৪ নভেম্বর শীর্ষ বৈঠকে মিলিত হয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি স্থির করবেন। পিডিএমের স্টিয়ারিং কমিটির বৈঠক হবে ১৩ নভেম্বর। এ কমিটির সদস্য হলেন- আকরাম দুররানি, রাজা পারভেজ আশরাফ, শেরি রহমান, শাহিদ খাকান আব্বাসি, আয়াজ সাদিক ও আহসান ইকবাল।

পিটিআই বিদেশি তহবিল গ্রহণ করেছে মর্মে নির্বাচন কমিশনে মামলা করা হয়েছিল। মামলার তদন্ত পাঁচ বছর ধরে স্থগিত রয়েছে। পিডিএম স্টিয়ারিং কমিটি নির্বাচন কমিশনের কাছে এক আবেদনে বলেছে, মামলাটির শুনানি দৈনিক ভিত্তিতে করা হোক।

সর্বশেষ খবর