শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
জর্জিয়ার রিপাবলিকান কর্তা বললেন

ভোট জালিয়াতি হয়নি

ভোট জালিয়াতি হয়নি

ব্রাড রাফেন্সপাররগার

ভোট গণনায় জর্জিয়া রাজ্যে বড় কোনো জালিয়াতি হয়নি বলে মন্তব্য করেছেন জর্জিয়ার রিপাবলিকান দলীয় সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপাররগার। এ রাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৪ হাজার ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে রাফেন্সপাররগার বলেছেন, তিনি হাতে হাতে ভোট গণনার নির্দেশ দিয়েছেন। কারণ, দুই প্রার্থীর মধ্যে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল। তাই তিনি মনে করেন, এখন পর্যন্ত সেখানে সুষ্ঠুভাবে ভোট গণনা করা হয়েছে। বর্তমানে সেখানে মোট ভোট গণনায় জো আইডেন শতকরা ০.৩ ভাগ ভোটে এগিয়ে আছেন।

ভোট জালিয়াতির প্রশ্নে ব্রাড রাফেন্সপাররগার বলেন, আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত বড় কোনো জালিয়াতি আমরা দেখতে পাইনি। এমন কোনো প্রমাণও পাইনি, যার ওপর ভিত্তি করে জো বাইডেনের এগিয়ে থাকা উল্টো দিতে পারি। তিনি মনে করেন, ২০ নভেম্বরের মধ্যে সেখানে হাতে গণনা সম্পন্ন হবে। এ গণনা সম্পন্ন হলে মেশিনের গণনাকে উল্টে দেওয়া হবে না বলেই তার বিশ্বাস। তবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি ভোট যথাযথভাবে গণনা করা হোক। তবে রিপাবলিকান শিবির নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে।  তারা কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে গেছে। এ পর্যন্ত ট্রাম্প অবশ্য পাঁচটি আইনি লড়াইয়ে হেরে গেছেন এবং গোটা দেশে বিচারাধীন আরও সম্ভবত ডজন খানেক মামলা রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প বাকি মামলাগুলোর মধ্যে কয়েকটিতে বিজয়ী হলেও, ভোট সংখ্যার সামান্য রদবদল সত্ত্বেও বাইডেনের বিজয় ছিনিয়ে নেওয়া যাবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর