শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হংকংয়ে গণতন্ত্রপন্থি এমপিদের গণপদত্যাগ

হংকংয়ের গণতন্ত্রপন্থি সব আইন প্রণেতা বা পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেছেন। অঞ্চলটিতে আরও একটি বিতর্কিত প্রস্তাব পাস ও এমপি বরখাস্ত করায় এ সিদ্ধান্ত নেয় গণতন্ত্রপন্থি আইন প্রণেতারা। ওই আইনের অধীনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন রাজনীতিককে বরখাস্তের ক্ষমতা দেওয়া হয়েছে হংকং কর্তৃপক্ষকে। আইনটি পাসের পরপরই বুধবার বরখাস্ত করা হয়েছে সিভিক পার্টির এমপি আলভিন ইউং, কোক কা-কি, ডেনিস কোক এবং প্রফেশনালস গিল্ড দলের আইনপ্রণেতা কেনেথ লিউংকে। এর প্রতিবাদে হংকংয়ের গণতন্ত্রপন্থি সব সদস্য পদত্যাগ করেছেন বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, হংকংয়ের ৭০ আসনের পার্লামেন্টে গণতন্ত্রপন্থিদের আছে ১৯টি আসন। এর মধ্যে ৪ জনকে বরখাস্ত করার পর বহাল ছিলেন ১৫ জন। তাদের পদত্যাগপত্র গতকালই জমা দিয়েছে। 

সর্বশেষ খবর