শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

দাম ২২৫ কোটি টাকা মাত্র!

দাম ২২৫ কোটি টাকা মাত্র!

জেনেভায় নিলামে বিক্রি হলো বিশ্বের বৃহত্তম দ্যুতি ছড়ানো পার্পেল-গোলাপি রঙের এক টুকরো হীরা। হীরাটি বিক্রি হলো ২৬.৬ মিলিলিয়ন মার্কিন ডলার বা ২২৫ কোটি টাকায়। ১৪.৮ ক্যারটের বেগুনি-গোলাপি রঙের এই হীরাটির নাম ‘দ্য স্পিরিট অফ রোজ’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায় গোলাপের আত্মা। এটাই এখনো পর্যন্ত সব থেকে বড় গোলাপি হীরা। কারণ প্রায় ৯৯ শতাংশ গোলাপি হীরাই ১০ ক্যারটের হয়। রং, নিখুঁত আকার এবং পরিমাপের জন্য নিলামে ‘দ্য স্পিরিট অফ রোজ’-এর আকর্ষণ ছিল সব থেকে বেশি। রুশ হীরার খনি কোম্পানি আলরোসা এই হীরা নিলামে তুলেছে। এরকম কোম্পানির কাছে মোট তিনটি হীরা ছিল। সব কটির নামই জনপ্রিয় রুশ ব্যালে নৃত্যের নামে রাখা হয়েছিল। ২০১৭ সালে হীরাটি পাওয়া যায় খনি থেকে। বিখ্যাত রুশ ব্যালেট কোরিওগ্রাফারের নামেই ওই স্ফটিকের নাম রাখা হয়েছিল। তবে এত টাকা দিয়ে হীরাটি কে কিনেছেন তার নাম কিন্তু প্রকাশ করা হয়নি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর