রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
দীপাবলি উদযাপন অনুষ্ঠানে মোদি

বিশ্বের কোনো শক্তিই ভারতীয় সেনাকে টলাতে পারবে না

কলকাতা প্রতিনিধি

বিশ্বের কোনো শক্তিই ভারতীয় সেনাকে টলাতে পারবে না

ভারতের প্রধানমন্ত্রী শনিবার সৈন্যদের সঙ্গে দীপাবলি উদযাপনের সময় বলেছেন, ‘দেশের ১৩০ কোটি মানুষ আপনাদের পাশে আছে। আমাদের সেনাবাহিনী বীরত্বের সঙ্গে দেশকে রক্ষা করে চলেছে, আর তাই তাদেরকে নিয়ে প্রত্যেক ভারতবাসী গর্বিত। তারা আপনাদের (সেনাবাহিনী) উদ্যমতা নিয়ে গর্বিত। বিশ্বের কোনো শক্তিই আমাদের সাহসী সেনা জওয়ানদের সীমান্ত রক্ষার কাজ থেকে টলাতে পারবে না।’ নরেন্দ্র মোদি শনিবার রাজস্থানের জয়সলমীরে লঙ্গেওয়ালা বিএসএফ সেনা চৌকিতে পৌঁছে যান। সেনাবাহিনীর সদস্যদের তিনি দীপাবলি উপলক্ষে মিষ্টি উপহার দেন। সেনাবাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে সাক্ষাৎও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিএসএফ ডিজি রাকেশ আস্থানা, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, সেনাবাহিনীর প্রধান এম এম নরাবনে প্রমুখ। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে গত কয়েক বছর ধরে দীপাবলিতে সেনাদের সঙ্গেই সময় কাটাচ্ছেন মোদি। গত বছর জম্মু-কাশ্মীরের রাজৌরী জেলায় লাইন অব কন্ট্রোলে প্রহরারত সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন মোদি। তিনি বলেন ‘প্রত্যেক দেশবাসীর হয়ে আপনাদের (জওয়ান) কাছে আমি দীপাবলির শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছি।

সর্বশেষ খবর