রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানের ‘ধরিয়ে দাও’ তালিকায় কুখ্যাত ষড়যন্ত্রীরা নেই

২৬/১১ সন্ত্রাসী হামলা

প্রতিদিন ডেস্ক

‘এরা ভয়ংকর সন্ত্রাসী/এদের হন্যে হয়ে খোঁজা হচ্ছে, এদের ধরিয়ে দাও’ ডাক দিয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এফআইএ) সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বেশ কিছু দুর্বৃত্ত রয়েছে যারা ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই নগরীতে ৪ দিন ধরে বিভিন্ন স্থানে গুলি ছুড়েছে আর বোমাবাজি করেছে। সন্ত্রাসীদের হাতে ওই কয় দিনে ১৬৬ ব্যক্তির প্রাণ গেছে যারা ছিল বিশ্বের ১৫টি দেশের নাগরিক। ‘ভারত বলেছে, পাকিস্তানের ‘ধরিয়ে দাও’ তালিকায় কুখ্যাত সেই ষড়যন্ত্রীদের নাম নেই যারা ছিল ঘটনার মূল পরিকল্পক। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই- তৈয়বার কিছু সদস্যের নাম অবশ্য দেখা গেছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, এফআইএর তালিকায় ১২ শতাধিক নামের মধ্যে সেই সন্ত্রাসীর নামও আছে, যে সন্ত্রাসী হামলায় ব্যবহার্য বোট কিনেছিল। কিন্তু মুম্বাই হামলার মূল পরিকল্পক লস্কর-ই-তৈয়বাপ্রধান হাফিজ সাঈদ এবং কুখ্যাত সন্ত্রাসী-চোরাচালানি দাউদ ইবরাহিম ও অন্যান্য ষড়যন্ত্রীদের নাম নেই। নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ষড়যন্ত্রীদের গতিবিধি এবং তাদের মদদদাতাদের বিষয়ে বিশদ তথ্য পাকিস্তানের হাতে রয়েছে। তা সত্ত্বেও ২৬/১১-এর হোতাদের নাম তালিকার বাইরে রাখা হয়েছে। এটা তো ওই জঘন্য হামলায় নিহতদের স্বজনদের ন্যায়বিচার প্রাপ্তির প্রতি অবহেলারই নামান্তর।

সর্বশেষ খবর