রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উত্তর কোরিয়ায় প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা

বিশ্বে ধূমপানকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ দেশ উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটির আদালত ধূমপান নিয়ন্ত্রণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে। বিশেষ করে জনবহুল এলাকা, গণপরিবহন, সিনেমা হল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এলাকায় সিগারেট নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া জনসম্মুখে ধূমপানের উপর নিষেধাজ্ঞা জারি করে। জানা যায়, মানুষের জন্য ‘আরও বেশি সংস্কৃতিযুক্ত এবং স্বাস্থ্যকর’ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, দেশটিতে ধূমপানের বিরুদ্ধে প্রচুর প্রচারণাও চালানো হয়েছে। তাদের তথ্য মতে, উত্তর কোরিয়ার জনসংখ্যার অর্ধেক ধূমপানে আসক্ত। দেশটির ১৫ বছরের ওপর বয়স্ক ধূমপানকারী মানুষের সংখ্যা ৪৬ দশমিক ১ শতাংশ। যার সবাই প্রায় পুরুষ। এখন প্রশ্ন উঠেছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই আইন মানবেন কিনা? কারণ, প্রায় সব জায়গায় প্রকাশ্যে ধূমপান করতে পছন্দ করেন উত্তর কোরিয়ার এই নেতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, প্রতি বছর তামাকজাত পণ্য সেবনে দেশটিতে মৃত্যু হয় ৭১ হাজারের বেশি মানুষের।

সর্বশেষ খবর