রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিস্ফোরণে কাঁপল ইথিওপিয়া

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইথিওপিয়ার আমহার রাজ্য। এটি তাইগ্রের উত্তরাঞ্চলের প্রতিবেশী রাজ্য, যেখানে ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে ফেডারেল সরকার ও স্থানীয় সরকারের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বিরোধে অধিকার লঙ্ঘনের ব্যাপারে আগে থেকে সতর্ক করে আসছিল। প্রধানমন্ত্রী আবি আহমেদের নির্দেশে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন দেশটির সেনাবাহিনী। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামরিক ঘাঁটিতে হামলার জেরে এই অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। আমহার রাজ্যের যোগাযোগ অধিদফতর এবং স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার গভীর রাতে রাজ্যের বহির দার ও গন্ডার অঞ্চলে দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। রয়টার্স

সর্বশেষ খবর