শিরোনাম
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

বাস্তবে তৈরি হতে পারে সুপারম্যান

বাস্তবে তৈরি হতে পারে সুপারম্যান

ক্লোন হলো কোনো জীবের হুবহু আরেকটি কপি। যেমন আপনার যদি ক্লোন করা হয় তবে আপনার মতোই দেখতে একজন মানুষের জন্ম দেওয়া যাবে। যে দেখতে হুবহু আপনার মতোই হবে। কিন্তু এটা হবে ল্যাবরেটরিতে। অযৌন উপায়ে। ১৮৮৫ সালে বিজ্ঞানী হ্যান্স অ্যাডওয়ার্ড এক পরীক্ষার মাধ্যমে দেখান প্রতিটি কোষে তার ভ্রুণীয় অবস্থার প্রাথমিক দিকে নিজস্ব জিনগত বৈশিষ্ট্য থাকে এবং একটি পরিপূর্ণ প্রাণী হিসেবে গড়ে উঠতে পারে। ‘ক্লোন’ শব্দের অর্থ জিনগতভাবে সাদৃশ্যপূর্ণ জীব। অর্থাৎ যে কয়েকটি জীব জিনগতভাবে হুবহু একরকম। ক্লোন প্রাকৃতিক এবং কৃত্রিম দুই রকম হতে পারে। প্রাকৃতিক ক্লোন দ্বারা সাধারণত যমজ সন্তান এবং অযৌন উপায়ে বংশবৃদ্ধি করা ব্যাক্টেরিয়ার কোষগুলোকে বোঝায়। আর কৃত্রিম ক্লোনের জন্ম হয় গবেষণাগারের সুরক্ষিত পরিবেশে।

সর্বশেষ খবর