সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘরেও মাস্ক পরার পরামর্শ ফাউচির

ঘরেও মাস্ক পরার পরামর্শ ফাউচির

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফাউচি বলেছেন যুক্তরাষ্ট্রজুড়ে সংক্রমণ আয়ত্তে আনতে আরও পরীক্ষার প্রয়োজন পড়বে। দেশটিতে কয়েকদিন ধরে এক লাখের ওপরে সংক্রমণ রেকর্ড করা হয়। শুক্রবার এই সংক্রমণের সংখ্যা ছিল প্রায় এক লাখ ৬২ হাজার। ফাউচি জানান, শীতের কারণে লোকজন ঘরে বেশি থাকছেন, তাই বদ্ধ অবস্থায় সংক্রমণ বাড়ছে দ্রুত হারে। ফাউচি এই থ্যাংক্সগিভিং’র ছুটিতে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সময়, ঘরেও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বহুদূর থেকে আসা আত্মীয়স্বজন ভ্রমণের সময় সংক্রমিত হতে পারেন, যা তারা জানবেন না; তাই ঘরেও মাস্ক পরিধান করা অপরিহার্য।

সর্বশেষ খবর