সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রোমানিয়ায় কভিড হাসপাতালে আগুন নিহত ১০

রোমানিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পিয়াত্রা নিয়ামস কাউন্টি নামের একটি হাসপাতালে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। করোনা রোগীদের নির্ধারিত হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয় তৃতীয় তলায়, সেখানে আটজন এবং পাশের ঘরে আরও দুজনের মৃত্যু হয়। তারা সবাই ছিলেন করোনা রোগী। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অনেক রোগীও সেখানে ভেন্টিলেশনে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে আরও সাতজন দগ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা সংকটজনক। অগ্নিদগ্ধদের মধ্যে হাসপাতালের একজন চিকিৎসকও রয়েছেন। রোগীদের উদ্ধার করতে গিয়ে তিনি দগ্ধ হন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি কর্মকর্তারা। রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডের কারণে হাসপাতালের অন্যান্য কভিড-১৯ রোগীদের ইয়াসি শহরের আরেকটি হাসপাতালে আর আহত চিকিৎসককে রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে এটি রোমানিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকান্ডের ঘটনা। ওই সময় বুখারেস্টের একটি নৈশক্লাবে আগুন লেগে ৬৫ জনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ খবর