সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইথিওপিয়া থেকে ইরিত্রিয়ার বিমানবন্দরে রকেট হামলা

ইথিওপিয়া থেকে ছোড়া রকেট ইরিত্রিয়ার রাজধানী আসমারা বিমানবন্দরে আঘাত হেনেছে বলে জানিয়েছেন সেখানে নিযুক্ত আফ্রিকান কূটনীতিক। এতে ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে ১২ দিন ধরে চলমান ফেডারেল সরকার ও স্থানীয় সরকারের মধ্যকার লড়াই আফ্রিকার অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ইথিওপিয়া থেকে ছোড়া রকেট ইরিত্রিয়ার রাজধানী আসমারায় এসে পড়ে। যার মধ্যে দুটি আসমারা বিমানবন্দরে আঘাত হানে, এতে বিমানবন্দর দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ইরিত্রিয়া ও তাইগ্রের ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ থাকায় হামলার সম্পর্কে উভয় পক্ষের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। এসব হামলার জন্য তাইগ্রের ক্ষমতাসীন দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টকে (টিপিএলএফ) দায়ী করেছে ইথিওপিয়া সরকার। এদিকে তাইগ্রে নেতা দেব্রেতশন জেব্রেমিশায়েল বলেছেন, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারকে সমর্থন জানিয়ে ইরিত্রিয়া সীমান্তে সেনা মোতায়েন করেছে। শনিবার সকালে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) মুখপাত্র গেতাশু রেদা স্থানীয় টেলিভিশন স্টেশনকে বলেছিলেন, আসমারা ও মাসাওয়ার মধ্যে যে কোনো ধরনের সৈন্য চলাচলে বাধা দিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারি আমরা। হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর আসমারা বিমানবন্দরে আঘাত ইথিওপিয়ার ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, দুই বছর আগে ইরিত্রিয়া ও ইথিওপিয়ার মধ্যে শান্তি চুক্তি হলেও ১৯৯৮-২০০০ সালের ধ্বংসাত্মক যুদ্ধে ইরিত্রিয়ার ভূমিকার জন্য দেশটি এখনো তাইগ্রে নেতাদের প্রতি শত্রুভাবাপন্ন।

সর্বশেষ খবর