মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কান্দাহারে ১৫২ পাকিস্তানি জঙ্গি হত্যা করেছে আফগান সেনা

গোটা পৃথিবী পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর হিসেবে চেনে। বিভিন্ন সময়ে পাকিস্তানের মন্ত্রীরা নিজেদের দেশকে সন্ত্রাসবাদীদের আখড়া বলে উল্লেখ করেছেন। কিন্তু বর্তমান ইমরান খান প্রশাসন এ অভিযোগ মানতে নারাজ। আর ভারত দেশটির এ সন্ত্রাস নিয়ে আন্তর্জাতিক মহলকে সচেতন করার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে যখন টানাপোড়েন চলছে ঠিক তখনই হেমল্যান্ডে লুকিয়ে থাকা ১৫২ জন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছেন আফগানিস্তানের নিরাপত্তারক্ষীরা। রবিবার আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তারিক আরিয়ান সংবাদ সম্মেলনে জঙ্গি হত্যার একটি তালিকা পেশ করেন। তিনি বলেন, গত কয়েক দিন ধরে অভিযান চালিয়ে হেমল্যান্ড ও কান্দাহার প্রদেশে ৫৫ জন তালিবান কমান্ডারকে খতম করেছেন আফগানিস্তানের নিরাপত্তারক্ষীরা। পাশাপাশি তাদের হাতে নিহত ১৫২ জন পাকিস্তানি জঙ্গি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত রয়েছে ৬ হাজার ৫০০ হাজার পাকিস্তানি জঙ্গি। এদের মধ্যে বেশিরভাগই তেহরিক-ই-তালিবানের সদস্য। বর্তমানে তারা আফগানিস্তানের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন। তাদের প্রত্যক্ষ মদতেই জামাত-উল-আহরা ও লস্কর-ই-ইসলামের মতো জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তানে একাধিক হামলা চলিয়েছে।

সর্বশেষ খবর