মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন স্বেচ্ছা আইসোলেশনে

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন স্বেচ্ছা আইসোলেশনে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে একবার কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তিনি আবার ‘সেলফ আইসোলেশনে’ গেছেন। এক পার্লামেন্ট সদস্যের সঙ্গে বৈঠক করার পর জানা যায় ওই এমপি কভিড-১৯-এ আক্রান্ত। এর পরই সেলফ আইসোলেশনে যান প্রধানমন্ত্রী।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে জনসন প্রায় ৩৫ মিনিট ইংল্যান্ডের অ্যাশফিল্ডের রক্ষণশীল দলীয় এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে ছিলেন। পরে অ্যান্ডারসনের মধ্যে কভিড-১৯-এর লক্ষণ প্রকাশ পায় এবং পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ প্রটেকশন (এনএইচএস) তার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু এ পর্যন্ত তার মধ্যে কভিড-১৯-এর কোনো লক্ষণ দেখা যায়নি। ওই দিন রাতে এক টুইটে জনসন লিখেছেন, ‘আজ এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেস আমাকে জানিয়েছে আমি এমন একজনের সংস্পর্শে ছিলাম যার কভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে, তাই আমাকে অবশ্যই স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে।’

সর্বশেষ খবর