বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হংকংয়ের বিচার বিভাগ আয়ত্তে নিচ্ছে চীন

বিচার বিভাগীয় ব্যবস্থাসহ হংকংয়ে আরও সংস্কার ও অঞ্চলটিকে আরও আয়ত্তে নিতে কাজ করছে চীন। হংকং ও ম্যাকাউ বিষয়ক অফিসের উপপরিচালক ঝাং সিয়াওমিং এর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়, বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র হংকংয়ে আইন বিষয়ক এক সামিটে গতকাল ওই তথ্য দিয়েছেন ঝাং সিয়াওমিং। তবে তিনি জানিয়েছেন এই উদ্যোগে হংকংয়ের আইনি ব্যবস্থায় যথার্থ পরিবর্তন করা হবে। তবে তার দাবি, সেখানকার বিচারবিভাগীয় স্বাধীনতাকে খর্ব করা হবে না। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে হংকংকে আরও নিজের কুক্ষিগত করে রাখতে চাচ্ছে চীন। যদিও অধিক স্বায়ত্তশাসন দেওয়া হবে এই শর্তে ১৯৯৭ সালে বৃটেনের সাবেক ঔপনিবেশ হংকংকে চীনের শাসনের অধীনে দেওয়া হয়।

সর্বশেষ খবর