বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কাশ্মীরে সুফিবাদের ওপর ‘মেহফিল-ই-সামা’ অনুষ্ঠান

প্রতিদিন ডেস্ক

জম্মু ও কাশ্মীর অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুজ্জীবনে রাজধানী শ্রীনগরে সুফিবাদের ওপর দুই দিনের সম্মেলন হয়েছে। অনুষ্ঠানের আয়োজক জম্মু ও কাশ্মীর প্রশাসন। তারা অনুষ্ঠানটির নাম দেন ‘মেহফিল-ই-সামা’। বার্তা সংস্থা এএনআই জানায়, সম্মেলনের সংগীতানুষ্ঠান পর্বে কাশ্মীর উপত্যকার প্রখ্যাত সুফি সংগীতশিল্পীরা গান গেয়ে শোনান। সুফিয়ানা সংগীত শুনতে প্রচুর শ্রোতা ভিড় করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক লেখক, কবি, গল্পকার ও বুদ্ধিজীবী। কাশ্মীর সোসাইটির চেয়ারম্যান ফারুক রেনজু শাহ বলেন, নতুন প্রজন্মের দর্শকরা বই লিখছেন। বই লেখা সহজ নয়। এটা কষ্টসাধ্য বিষয়। সুফিবাদ আর তাসাউফ (নৈতিক ও আত্মিক আদর্শ অনুধাবন) এ নিয়েই কাশ্মীর। তিনি বলেন, এ দুটি বিষয় অনুশীলন করলে কাশ্মীরের সবাই সুরক্ষিত থাকবে। সুফি লেখক ইসহাক বুখারি বলেন, গত ৭০ বছরে এ ধরনের সম্মেলন এখানে হয়নি। সুফিবাদের মহান বাণী ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। তিনি বলেন, ভারতসহ বিশ্বময় সুফিবাদের বাণী ছড়িয়ে দিতে হবে। তাহলে এ যুগে আমরা যে পার্থিব সমস্যার সম্মুখীন হচ্ছি তার অনেকটিরই সমাধান করা যাবে।

 

 

সর্বশেষ খবর