বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গরু পাচারের অভিযোগে বিএসএফ কর্মকর্তা আটক

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের এক কর্মকর্তা জানান, ‘সতীশ কুমারকে আটক করা হয়েছে। বুধবার (আজ) তাকে আদালতে তোলা হবে।’

জিজ্ঞাসাবাদের জন্য এদিন নিজাম প্যালেসে সতীশ কুমারকে ডেকে পাঠায় সিবিআই। সেখানে ৭ ঘণ্টার বেশি সময় ধরে টানা জেরা করেন তদন্ত কর্মকর্তারা। কিন্তু তদন্তকারীদের একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ওই বিএসএফ কর্মকর্তা। ফলে তদন্তে সহায়তা না করার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়।

গরু পাচার ঘটনায় এই প্রথম কোনো বিএসএফ কর্মকর্তাকে গ্রেফতার করল সিবিআই।

সর্বশেষ খবর