বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

লাদেন হত্যার কথা শুনে শান্ত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান

ওবামার বই

লাদেন হত্যার কথা শুনে শান্ত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান

আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার আত্মজীবনী ‘আ প্রমিজট ল্যান্ড’ বাজারে এসেছে মঙ্গলবার। সে বইয়ে এসেছে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যাকান্ডের আদ্যোপান্ত। সেখানেই লাদেন হত্যা নিয়ে মার্কিন সরকারের প্রস্তুতি ও পাকিস্তান সেনাবাহিনীর আল-কায়দা যোগ তুলে ধরেছেন সাবেক প্রেসিডেন্ট।

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের প্রশিক্ষিত সেনার হাতে খুন হন তৎকালীন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। ওবামার মতে, লাদেনের অ্যাবোটাবাদে থাকার কথাও পাকিস্তান জানত। তাই অতি গোপনে লাদেন হত্যার ছক কষা হয়। অভিযানের আগের দিন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছিলেন, এ অভিযানের সাফল্যের সম্ভাবনা ৪৯ শতাংশ। ব্যর্থতার কথা ভেবে অভিযানের বিরোধিতা করেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট তথা হবু প্রেসিডেন্ট জো বাইডেনও। আত্মজীবনীতে ওবামা জানিয়েছেন, তৎকালীন আল-কায়দা প্রধান তথা টুইন টাওয়ার হামলার প্রধান ষড়যন্ত্রকারী ওসামা বিন লাদেনকে খতম করার অভিযান বা ‘অপারেশন নেপচুন স্পেয়ার’-এর প্রস্তুতির কথা পাকিস্তানের কাছে গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। ওবামা জানিয়েছেন, মার্কিন নেভি সিলের হাতে ওসামা নিহত হওয়ার পর তৎকালীন পাকিস্তান সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানিকে ফোন করেছিলেন সাবেক মার্কিন সেনাপ্রধান মাইক মুলেন। সে খবর শোনার পর বেশ শান্ত ছিলেন কিয়ানি। ওবামার কথায়, ‘লাদেনকে খতমের কথা বিস্তারিতভাবে মুলেনকে প্রকাশ্যে আনতে অনুরোধ করেছিলেন কিয়ানি। এতে পাকিস্তানি জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন করতে সুবিধা হবে বলে তিনি জানিয়েছিলেন।’ এ ছাড়া লাদেনের মৃত্যুসংবাদ শুনে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছিলেন, ‘খুব ভালো খবর’। শুধু তাই নয়, জঙ্গিদের হাতে কীভাবে তাঁর স্ত্রী বেনজির ভুট্টো খুন হয়েছিলেন, তা ওবামাকে জানিয়েছিলেন আবেগাপ্লুত জারদারি।  জারদারির এ প্রতিক্রিয়ায় তিনি কিছুটা অবাকই হয়েছিলেন। ওবামা তার বইয়ে লাদেন হত্যার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন। আল-কায়েদার পলাতক এই নেতা কোথায় অবস্থান করেন সে সম্পর্কে পরিষ্কার হওয়ার পর তাকে হত্যার পরিকল্পনা নেওয়া হয়। ওবামা লিখেছেন, আমি যত দূর শুনতে পেয়েছিলাম তাতে অ্যাবোটাবাদে তার বাসভবনে হামলা চালানোর মতো পর্যাপ্ত তথ্য আছে আমাদের হাতে। এ সময় কাজ অব্যাহত রাখে সিআইডি। অভিযান চালালে তা কেমন হবে তা নির্ধারণের জন্য নির্দেশ দিলাম টম ডোনিলন ও জন ব্রেনানকে। এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। এমনকি লাদেনকে লক্ষ্য করে আমরা যে অগ্রসর হচ্ছি তার যদি বিন্দুমাত্র ফাঁস হয়, আমরা জানি তাহলে আমাদের সুযোগ নষ্ট হবে। তাই এ পরিকল্পনা সম্পর্কে ফেডারেল সরকারের হাতে গোনা কয়েকজনই শুধু জানতেন। আমাদের সামনে আরও একটি বাধা ছিল। তা হলো, আমরা যেভাবেই অপারেশন চালাই তাতে কোনোভাবেই পাকিস্তানকে যুক্ত করা যাবে না।

সর্বশেষ খবর