বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পেট্রল ও ডিজেল গাড়ি বন্ধ হচ্ছে যুক্তরাজ্যে

পরিবেশ দূষিত করার ক্ষেত্রে অনেকাংশ দায়ী পেট্রল ও ডিজেলচালিত যানবাহন। অনেক দেশ এখন পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য সরকার ২০৩০ সালের মধ্যে পেট্রল ও ডিজেলচালিত গাড়িতে নিষেধাজ্ঞার কথা ভাবছে। শুধু তাই নয়, দেশটিতে নতুন করে সবুজ শিল্পবিপ্লবের কথা ভাবা হচ্ছে। এ জন্য আড়াই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। মূলত জলবায়ুর দূষণ রোধ ও কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রয়টার্সের। মঙ্গলবার ফাইন্যানশিয়াল টাইমসে একটি নিবন্ধ লেখেন প্রধানমন্ত্রী জনসন। তাতে বলেছেন, ‘সবুজ পুনরুদ্ধারের পরিকল্পনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরি সৃষ্টি করার এখনই সময়, যাতে মানুষ সন্তুষ্ট থাকে। তারা যেন জানতে পারে যে তারা দেশকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর রাখতে সাহায্য করছে।’ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে গত বছর ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন শূন্যের কোঠায় নামানোর জন্য আইন পাস করে। এতে যুক্তরাজ্যবাসীর ভ্রমণ, শক্তিব্যয় ও খাবারে ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন পড়বে।

 

সর্বশেষ খবর