শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দায়িত্ব নেওয়ার দেড় ঘণ্টার মধ্যেই পদত্যাগ বিহারের শিক্ষামন্ত্রীর

কলকাতা প্রতিনিধি

দায়িত্ব নেওয়ার দেড় ঘণ্টার মধ্যেই পদত্যাগ বিহারের শিক্ষামন্ত্রীর

দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন ভারতের বিহারের শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী। গতকাল দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন মেওয়ালাল এবং ২টা নাগাদ তিনি পদত্যাগপত্র জমা দেন। সে ক্ষেত্রে শিক্ষামন্ত্রী হিসেবে মাত্র দেড় ঘণ্টা দায়িত্বে ছিলেন মেওয়ালাল। এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে জেডিইউ নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার।

গত ১০ নভেম্বর ২৪৩ আসনের বিহার বিধানসভার নির্বাচনে ১২৫টি আসনে জয় পায় এনডিএ জোট। এর মধ্যে জেডিইউ ৪৩টি, জোটের অন্যতম শরিক দল বিজেপি ৭৪টি, হিন্দুস্থানি আওয়াম মোর্চা (হ্যাম) চারটি এবং বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) চারটি আসনে জয়লাভ করে। এরপর গত ১৬ নভেম্বর মন্ত্রী হিসেবে শপথ নেন মেওয়ালাল চৌধুরী। পরদিন তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ খবর