শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মধ্য আমেরিকায় ভয়াবহ ঝড়ে নিহত ৩০

মধ্য আমেরিকায় ভয়াবহ ঝড়ে নিহত ৩০

মধ্য আমেরিকায় ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর -এএফপি

মধ্য আমেরিকায় আঘাত হানা শক্তিশালী হারিকেন আইয়োডার তা-বের পর রেকর্ড পরিমাণ বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়া বিভিন্ন এলাকায় উদ্ধার কর্মীরা পৌঁছাতে থাকায় আরও মৃত্যুর খবর আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর : রয়টার্স।

সোমবার রাতে নিকারাগুয়ার রেকর্ডে সবচেয়ে শক্তিশালী হারিকেন আইয়োডা উপকূলে আঘাত হানে। এ সময় পাঁচ মাত্রার হারিকেনের বেগে ঝড় ওঠে ও জলোচ্ছ্বাসে দেশটির উপকূলের নিচু এলাকাগুলো ডুবে যায়। মাত্র দুই সপ্তাহ আগে আঘাত হানা আরেকটি শক্তিশালী হারিকেনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এলাকটি আরেকটি ঝড়ের তান্ডবের শিকার হয়। দুর্যোগে পড়া নিকারাগুয়ার প্রায় ১ লাখ ৬০ হাজার ও হন্ডুরাসের ৭০ হাজার লোক আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যেতে বাধ্য হয়। বুধবার এল সালভাদরের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় আইয়োডা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। কিন্তু এর মধ্যেই হারিকেনটির প্রভাবে শুরু হওয়া ভারি বৃষ্টিতে নিকারাগুয়া ও হন্ডুরাসের পরিস্থিতি নাজুক হয়ে যায়।

সর্বশেষ খবর