শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দিল্লিতে মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা

দিল্লিতে মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দিল্লিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে রাজ্যটিতে মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে মাস্ক না পরলে ৫০০ রুপি জরিমানার কথা ঘোষণা করা হয়েছিল। গতকাল তা চারগুণ বাড়ানোর কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। খবর, এনডিটিভি।

দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ চলছে। এই মৌসুমে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। নভেম্বরের শুরু থেকে প্রতি সপ্তাহে আগের রেকর্ড ভাঙছে। রাজ্য সরকার আগে বিয়ের অনুষ্ঠানে ২০০ জন অতিথিকে অনুমোদন দিয়েছিল, কিন্তু এখন তা কমিয়ে ৫০ করা হয়েছে। পুরোপুরি লকডাউন না করে কেজরিওয়াল সব বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।

সর্বশেষ খবর