শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ওয়াজিরিস্তানে বিরাট পশতুন সমাবেশ

গুম ও হত্যা বন্ধের দাবি

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে কেন্দ্রীয় সরকারের নির্যাতনমূলক নীতির প্রতিবাদে হাজার হাজার উপজাতীয় পশতুন সমাবেশ করেছেন। সমাবেশ আয়োজন করে পশতুন তাহফুজ মুভমেন্ট (পিটিএম)। সমাবেশের বক্তারা খাইবার পাখতুনওয়ায় পশতুনদের গুম ও হত্যা বন্ধের দাবি জানান। মানবাধিকার আন্দোলনের জন্য স্বনামখ্যাত খোর বিবি এক টুইটবার্তায় বলেন, ‘পশতুনদের ওপর যে জুলুম-বর্বরতা চালাচ্ছে সরকার তার প্রতিবাদ জানাতে রবিবার ওয়াজিরিস্তানের মিরনশাহে জড়ো হয় হাজার হাজার মানুষ।’ সোশ্যাল মিডিয়ার ভিডিও আর টুইটারে ছবিতে দেখা যায়, হাজার হাজার মানুষ পিটিএম নেতাদের বক্তৃতা শুনছেন। এত বড় সমাবেশ হয়ে গেল। অথচ মূলধারার কোনো মিডিয়ায় এই সংবাদ প্রকাশ করা হয়নি। সিনেটের (পাকিস্তানি সংসদের উচ্চকক্ষ) প্রাক্তন সদস্য অফরাসিয়াব খাটক টুইট করেছেন- ‘পিটিএম হচ্ছে রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধের অগ্রসেনা। জবরদখলকারীদের চেহারা উদঘাটনে অন্যান্য রাজনৈতিক দলও সাহসী হয়েছে দেখে আমি আনন্দিত।’

পিটিএমপ্রধান মনজুর পাশতিন উপজাতীয় এলাকায় অবাধ চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং ওইসব এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধান বন্ধের দাবি জানান। তিনি বলেন, বন্ধ করতে হবে বিচারবহির্ভূত হত্যা, অপহরণ ও অবৈধভাবে বন্দী রাখা। বিগত ১০ বছরে খাইবার পাখতুনওয়া এবং বেলুচিস্তানে এই দুই প্রদেশে ৩০ হাজার ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করছে পিটিএম।

সর্বশেষ খবর