শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফ্রান্সে মুসলিম নেতাদের আলটিমেটাম ম্যাক্রোঁর

ফ্রান্সের মুসলিম নেতাদের ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাষ্ট্রীয় মূল্যবোধ রক্ষায় একটি সনদ মেনে নিতে তাদের প্রতি এই আলটিমেটাম জারি করেন তিনি। ফ্রান্সের ‘চরমপন্থি’ ইসলামের বিস্তৃতি ঠেকাতে তিনি এমন কড়া অবস্থান নিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সনদটি মেনে নিতে বুধবার ফ্রান্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথকে (সিএফসিএম) ১৫ দিনের সময় বেঁধে দেয়। এই সনদে বলা হয়েছে, ইসলামকে শুধু ধর্ম হিসেবেই গ্রহণ করতে হবে, রাজনৈতিকভাবে নয়। ফরাসি মুসলিম সংগঠনের ওপর বিদেশি কোনো প্রভাব বিস্তারও নিষিদ্ধ করা হয়েছে। ম্যাক্রোঁ ও তার স্বরাষ্ট্রমন্ত্রী সিএফসিএমের আটজন নেতার সঙ্গে দেখা করেন।

সর্বশেষ খবর