রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নিজের নামটাই তাঁর চলার পথে বিরাট এক বিষকাঁটা!

প্রতিদিন ডেস্ক

নিজের নামটাই তাঁর চলার পথে বিরাট এক বিষকাঁটা!

বলা হয়- ‘নামে কী আসে যায়, কর্মই মুখ্য।’ এই প্রবচনটি পাকিস্তানি কূটনীতিক আকবর জেবের বেলায় খাটছে না। ৫৫ বছর বয়সী আকবর জেব তার চাকরিজীবনের বিভিন্ন সময় রাষ্ট্রদূত ছিলেন যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। ছিলেন কানাডায় পাকিস্তানের হাইকমিশনার এবং পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। কিছুদিন আগে তাঁকে সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত পদে মনোনীত করা হয়। ‘আরব টাইমস’ জানায়, দুর্ভাগ্য! আকবর জেবকে সৌদি আরব গ্রহণ করবে না। কিন্তু কেন? সমস্যা হচ্ছে তাঁর নাম। আরবি ভাষায় ‘আকবর জেব’ মানে ‘বৃহত্তম পুরুষাঙ্গ’ ইংরেজিতে যাকে বলা হয় ‘মেইল রিপ্রডাকটিভ বিগেস্ট অর্গান।’ নিজের নামটাই আকবর জেবের চলার পথে বিরাট এক বিষকাঁটা হয়ে ওঠা এবারই প্রথম নয়। নামের আরবি অনুবাদ দেখে তাঁকে কূটনীতিক হিসেবে প্রথম প্রত্যাখ্যান করে সংযুক্ত আরব আমিরাত- এরপর প্রত্যাখ্যান করে বাহরাইন।

সর্বশেষ খবর