সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গুয়াতেমালায় বিক্ষোভ কংগ্রেস ভবনে আগুন

গুয়াতেমালায় পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। কংগ্রেস অব দ্য রিপাবলিক ভবনে তারা ব্যাপক ভাঙচুরের পর ভবনটির একাংশে আগুনও ধরিয়ে দেয়। দেশটির কংগ্রেসে পাস হওয়া বাজেট বিতর্কিত আখ্যায়িত করে আন্দোলনে নামছে সরকার বিরোধীরা। তারা প্রেসিডেন্টের আলেহান্দ্রো জামাতেইয়ে পদত্যাগ দাবি করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার গুয়াতেমালার কংগ্রেসে একটি বিতর্কিত বাজেট পাস হয়। বাজেটে নাগরিক সুবিধা ও মানবিক সহায়তা খাতে বরাদ্দ কমিয়ে পার্লামেন্ট সদস্যদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়া হয়। ওই বাজেট বাতিল, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে মামলা এবং সরকার ও সংবিধান পরিষদের সদস্যদের পদত্যাগের দাবিতে শনিবার বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্টের সামনে অবস্থান নেয়। এক সময় কংগ্রেস ভবনে ঢুকে ভাঙচুর করে এবং ভবনটির একাংশে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের এ হামলার সময় কংগ্রেস ভবন ফাঁকাই ছিল; পুরো ঘটনার স্থায়িত্ব ছিল ১০ মিনিটেরও কম। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ভাষ্য, পাস হওয়া বাজেটে সেসব বড় বড় স্থাপনা নির্মাণ প্রকল্পকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেগুলো দেখভালের দায়িত্বে আছে সরকারের ঘনিষ্ঠ সব কোম্পানি। বিক্ষোভকারীরা আরও বলেছেন, কভিড-১৯ মহামারীতে সামাজিক ও অর্থনৈতিক খাতে যে নেতিবাচক প্রভাব ফেলেছে বাজেটে তাও উপেক্ষিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর