সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘আফগানিস্তানে হামলায় দায় যুক্তরাষ্ট্রের’

আফগানিস্তানের রাজধানী কাবুলে সিরিজ রকেট হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবাজাদেহ বলেছেন, শনিবারের ওই হামলায় বেসামরিক নাগরিক হতাহতের দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে।

আফগান গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে কাবুলের একাধিক জায়গায় কমপক্ষে ২৩টি রকেট হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন। কাবুলের কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ হয়। যার ফলে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবাজাদেহ নিশ্চিত করেছেন, একটি রকেট বিস্ফোরণে ইরানের কম্পাউন্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগান পুলিশ জানিয়েছে, ইরানের কম্পাউন্ডে আঘাত হানা আরেকটি রকেট প্রতিহত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর