মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ব্লিনকেন

বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ব্লিনকেন

মার্কিন নির্বাচনে এখনো পরাজয় স্বীকার করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সরকার গঠনের কাজে ইতিমধ্যে কাজ শুরু করেছেন ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন। আর তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দীর্ঘকালীন উপদেষ্টা ও অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেনকে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ডেমোক্র্যাট এই নেতার ঘনিষ্ঠ এক সহযোগীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। সংবাদমাধ্যম সিএনএনের গ্লোবাল অ্যাফেয়ার্স-বিষয়ক বিশ্লেষক ব্লিনকেন বারাক ওবামা প্রশাসনের পররাষ্ট্র উপমন্ত্রী ও প্রেসিডেন্ট দফতরের জাতীয় নিরাপত্তাবিষয়ক বিভাগের উপদেষ্টার দায়িত্ব    পালন করেন।

এ ব্যাপারে বাইডেনের এক ঘনিষ্ঠ মিত্র নাম উল্লেখ না করার শর্তে রয়টার্সকে জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাইডেনের সম্ভাব্য সেরা পছন্দ ব্লিনকেন। এ ব্যাপারে চলতি সপ্তাহেই ঘোষণা আসতে পারে। ৫৮ বছর বয়সী ব্লিনকেন বাইডেনের দীর্ঘ সময়ের ঘনিষ্ঠ সহচরও। গত অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিনকেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দেওয়া ছেড়ে দেবে না। কূটনীতি ব্যবস্থাপনার জন্য সুনাম রয়েছে ব্লিনকেনের। অনেকে তাকে ‘কূটনীতিকের কূটনীতিক’ বলে উল্লেখ করেন।

সর্বশেষ খবর