মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেনের আমলে যুদ্ধ বাধতে পারে

আশঙ্কা চীনা সরকারি পরামর্শদাতার

যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তখন আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুদ্ধ বাধানো বা যুদ্ধাবস্থার সৃষ্টি করেছিল আমেরিকা। যার অনেক কিছুর সঙ্গে জো বাইডেন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় চীনের জিনপিং সরকারের এক পরামর্শদাতা বলেছেন, তার আমলে আমেরিকার সঙ্গে চীনের যুদ্ধ বাধতে পারে। এ নিয়ে আগেভাগেই বেইজিংকে সতর্ক করছেন তিনি। তার অনুমান, বাইডেন দেশের অভ্যন্তরের সমস্যা সামাল দিতে ব্যর্থ হলেই পররাষ্ট্রনীতি বা কূটনীতিগত ক্ষেত্রে চমক দিতে পারেন তিনি। সেক্ষেত্রে চীনের সঙ্গে যুদ্ধও বাধতে পারে বলে মত ওই পরামর্শদাতার। রবিবার সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ বাধাতে পারেন। চীনা সরকারের উপদেষ্টা শেনঝেং ইয়ংনিয়ান এমন মন্তব্য করেছেন। শেনঝেং চীনের শেনঝেনভিত্তিক প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেমপোরারি চায়না স্টাডিজের ডিন। সংবাদমাধ্যম সূত্রে খবর, বাইডেনের আমলে রাতারাতি দুই দেশের সম্পর্ক ভালো হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করার কোনো সুযোগ চীনের ছাড়া উচিত নয়। একাধিক সাক্ষাৎকারে শেনঝেং ইয়ংনিয়ান জানিয়েছেন, আমেরিকার বাসিন্দাদের মনে চীনের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে। চীনকে নিয়ে সেখানকার মানুষজন দ্বিধা বিভক্ত। বাইডেন এই মতামত বদল করতে পারবেন না।

সর্বশেষ খবর