মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন নিয়ে সুখবর প্রয়োগ ১২ ডিসেম্বরই

করোনার মহামারীর জেরে সারা বিশ্ব প্রায় তছনছ। প্রাণহানির সঙ্গে বাড়ছে অনিশ্চিত ভবিষ্যৎ। এমন অবস্থায় সবাই পাখির চোখে তাকিয়ে রয়েছে ভ্যাকসিনের দিকে। সব দেশ ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে দারুণ খবর। যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান মনসেফ সালাউই জানিয়েছেন, করোনাভাইরাসের প্রথম টিকা ১১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া হতে পারে। ওদিকে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সতর্কতা দিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। এরই মধ্যে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে তাদের উৎপাদিত টিকা জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। এ বিষয়ে এফডিএ ভ্যাকসিন উপদেষ্টা কমিটির সভা হবে ১০ ডিসেম্বর। সালাউই জানিয়েছেন, বৈঠকে অনুমতি দেওয়া হলে পরের দিন ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হলো, অনুমতি মেলার ২৪ ঘণ্টার মধ্যে সেই জায়গায় ভ্যাকসিন নিয়ে যাওয়া যেখানে এই টিকাকরণের কাজ হবে। সুতরাং আশা করা হচ্ছে, আগামী ১১ বা ১২ ডিসেম্বর এই ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করা যেতে পারে।

সর্বশেষ খবর