মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সৌদি আরব নাখোশ

ইসরায়েল আগেই আপত্তি জানিয়েছিল। এবার ইরানের সঙ্গে আমেরিকার আণবিক চুক্তিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সৌদি আরব। দেশটি দাবি করেছে, ইরানের সঙ্গে যদি চুক্তি করতে হয় তাহলে তা নতুন করে করতে হবে এবং তাতে রিয়াদকে যুক্ত করতে হবে। জানা গেছে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই ২০১৫ সালের করা ইরান ও ছয় জাতি চুক্তি আবার কার্যকর করতে পারেন। মূলত সেই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না সৌদি আরব।

 তাতেই এ অবস্থায় জাতিসংঘে নিযুক্ত সৌদির স্থায়ী দূত আবদাল্লাহ ইয়াহিয়া আল-মুয়াল্লিমি বলেছেন, চুক্তি আবার কার্যকর হলে তা হবে ক্ষতিকর। কারণ এ সমঝোতা সারা বিশ্বের সামনে ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে।’

সর্বশেষ খবর