বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রেম গোপন রাখতে প্রেমিককে অর্থ দিয়েছিলেন দুবাইয়ের রাজবধূ হায়া

প্রেম গোপন রাখতে প্রেমিককে অর্থ দিয়েছিলেন দুবাইয়ের রাজবধূ হায়া

দুবাইয়ের বাদশা শেখ মহম্মদ বিন রশিদ আল মখতুমের ষষ্ঠপত্নী, রাজবধূ হায়ার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাঁরই ব্রিটিশ দেহরক্ষীর সঙ্গে। কিন্তু তাঁদের দুবছরের সেই সম্পর্কের খবর যাতে প্রকাশ না পায় সেজন্য দেহরক্ষী রাসেল ফ্লাওয়ার্সকে তাঁর মুখ বন্ধ রাখতে ১২ লাখ পাউন্ড (প্রায় সাড়ে ১৩ কোটি টাকা) দিয়েছিলেন হায়া। এছাড়া প্রচুর দামি উপহারও দিয়েছিলেন তিনি। তার মধ্যে ছিল ১২ হাজার পাউন্ডের একটা ঘড়ি এবং একটি ভিন্টেজ শটগান। ডেইলি মেইল জানিয়েছে, ৩৭ বছরের রাসেলকে নিজের রূপে আকৃষ্ট করতে চেষ্টার ত্রুটি রাখেননি হায়া। দুজনের সম্পর্কের খবর সামনে আসে যখন ৭০ বছরের মখতুমের সঙ্গে হায়ার আইনি লড়াই চলছিল দুবাই হাই কোর্টে তাঁদের দুই সন্তানের দায়িত্ব নিয়ে। মখতুমের আইনজীবী বলেন, হায়া বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরই দেহরক্ষীর সঙ্গে। তবে ওই মামলায় হায়া জিতে যান। বর্তমানে কেনসিংটনে সন্তানদের সঙ্গে থাকেন তিনি। রাসেলের পরিবারের অভিযোগ, রাসেল আসলে হায়ার থেকে পাওয়া দামি উপহার দেখেই প্রলুব্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু রাজবধূর সঙ্গে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে ভেঙে পড়েন রাসেলের স্ত্রী। তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও নেন।

সর্বশেষ খবর