বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চমক থাকছে বাইডেনের মন্ত্রিপরিষদে

চমক থাকছে বাইডেনের মন্ত্রিপরিষদে

জো বাইডেন, অ্যান্টনি ব্লিনকেন ও জন কেরি (বাঁ থেকে)

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে তার সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা রয়েছেন। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ুবিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। নির্বাচনী প্রচারাভিযানের সময় বাইডেন বলেছিলেন, তিনি ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের পদ পেতে যাচ্ছেন ফেডারেল রিজার্ভের চেয়ার জ্যানেট ইয়েলেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন এভরিল হেইন্স। তিনি সিআইএর সাবেক উপ-পরিচালক এবং জাতীয় নিরাপত্তাবিষয়ক ডেপুটি উপদেষ্টা। এ ছাড়া হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রথম ল্যাতিনো হিসেবে অ্যালেজান্দো মায়োরকাস। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে তিনি ছিলেন হোমল্যান্ড সিকিউরিটির ডেপুটি সেক্রেটারি। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটিবিষয়ক উপদেষ্টা হিসেবে নাম এসেছে জ্যাক সুলিভানের। বারাক ওবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ব্লিনকেন ও সুলিভান দুজনই ২০১৫ সালে জন কেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সর্বশেষ খবর