বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জার্মানি ও ইতালির রাষ্ট্রদূত তলব তুরস্কের

পূর্ব ভূমধ্যসাগরে লিবিয়া-অভিমুখী তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো হয়েছে। তার প্রতিবাদে আঙ্কারায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্ক অভিযোগ করেছে, জার্মান নৌবাহিনীর সদস্যরা তুরস্কের বাণিজ্যিক জাহাজ ‘রোজেলিন’-এ অবৈধভাবে ঢুকে তল্লাশি চালিয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ওই তিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। তুরস্ক দাবি করেছে, রোজেলিন জাহাজে করে লিবিয়ায় খাদ্যসামগ্রী ও রং পরিবহন করা হচ্ছিল। জার্মানির দাবি, সেই জাহাজে অস্ত্র আছে কি না, সেটাই খুঁজে দেখেছে তারা। জাতিসংঘ লিবিয়ায় অস্ত্র পাঠানো নিষিদ্ধ ঘোষণা করেছে। অস্ত্র যাতে না পাঠানো হয়, সে জন্য চালু আছে ইইউ-র ইরিনি মিশন।

সর্বশেষ খবর