বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১০ বিলিয়ন ডলারের চীনা প্রকল্প বাতিল মালয়েশিয়ার

মালয়েশিয়া তার দেশে চীনের বড় আর্থিক প্রকল্প বাতিল করে দিয়েছে। ওই প্রকল্প ছিল প্রায় ৮৯ হাজার কোটি টাকা (১০.৫ বিলিয়ন ডলার)। দেশটির মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডেভেলপার কোম্পানি মালাক্কা রাজ্যের হারবার উন্নয়ন প্রকল্পটি শেষ করতে ব্যর্থ হয়েছে। খবর রেডিও ফ্রি এশিয়ার। মালয়েশিয়ার স্থানীয় সংস্থা কেএজে ডেভলপমেন্ট কোম্পানি ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার চায়না যৌথভাবে এই প্রকল্পে কাজ করছিল। তাদের প্রকল্পের ৬০৯ একর জমি ফিরিয়ে দিতে বলেছে মালয়েশিয়ার সরকার। কৃত্রিমভাবে নির্মিত দ্বীপগুলোতে অর্থনৈতিক উদ্যান এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা ছিল।

সর্বশেষ খবর