বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রতিদিন মঙ্গলে যাবেন ৩০০ জন

প্রতিদিন মঙ্গলে যাবেন ৩০০ জন

কল্পনার মঙ্গলযানে ইলন মাস্ক

প্রতিবেশী গ্রহ মঙ্গল সম্পর্কে এখনো ঠিক সবকিছু জানা যায়নি। কিন্তু সেখানেই পাকাপাকিভাবে থাকার জন্য সব প্রস্তুতি তৈরি করে ফেলেছেন অনেকে। আমেরিকান সংস্থা স্পেসএক্স মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে। স্পেসএক্সের সিইও জিনি শটওয়েল জানান, মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনে স্টারলিঙ্ক স্যাটেলাইট মুখ্য ভূমিকা নেবে। স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে এ সংস্থা পৃথিবীর পাশাপাশি মঙ্গল গ্রহেও ইন্টারনেট সরবরাহ করতে চাইছে। স্পেসএক্স জানায়, এ স্যাটেলাইট দুই গ্রহের মানুষকে জুড়তে সহায়তা করবে। সিইও জিনি শটওয়েল বলেন, মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে গেলে তাদের সঙ্গে পৃথিবীর মানুষের কথা বলা দরকার হবে। স্টারলিঙ্ক স্যাটেলাইট এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ২০৫০ সালের মধ্যে স্পেসএক্স সংস্থাটি ১ মিলিয়ন মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছানোর পরিকল্পনা করেছে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী মঙ্গলের উদ্দেশে প্রতিদিন তিনটি আকাশযান উড়ান নেবে। তার মানে এক বছরে প্রায় ১ হাজার ফ্লাইট। প্রতিটিতে প্রায় ১০০ ব্যক্তি মঙ্গলে যেতে পারবেন। স্পেসএক্স মানুষকে স্টারশিপ রকেটের মাধ্যমে মঙ্গলে পাঠাতে চায়। গত মাসে সংস্থাটির প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, রকেট প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। তবে তিনি জানান, মঙ্গলে বসতি স্থাপন বা শহর গড়ে তোলা খুব একটা সহজ ব্যাপার হবে না।

সর্বশেষ খবর