বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেনকে গোয়েন্দা ব্রিফিং দেওয়া হবে

বাইডেনকে গোয়েন্দা ব্রিফিং দেওয়া হবে

শেষ পর্যন্ত গোয়েন্দা ব্রিফিং পেতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্ট শুরু থেকেই এটি পাওয়ার কথা। তবে নির্বাচনে পরাজয় মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি ও আইনি চ্যালেঞ্জের মতো নানা জটিলতার কারণে এবার এখনো পর্যন্ত এ ব্রিফিং পাননি বাইডেন। তবে সম্প্রতি ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর অনুমোদন দেওয়ায় এখন থেকে নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পাবেন বাইডেন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অর্থ হচ্ছে এখন থেকে বড় ধরনের জাতীয় নিরাপত্তা হুমকি সংক্রান্ত যাবতীয় তথ্য বাইডেনকে অবহিত করবেন মার্কিন গোয়েন্দারা। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আসা হুমকির ব্যাপারে তাকে জানানো হবে।

সর্বশেষ খবর