বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উইঘুর নিয়ে পোপের অভিযোগ উড়িয়ে দিল চীন

চীনের সিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে পোপ ফ্রান্সিস যে সমালোচনা করেছেন তা নাকচ করেছে বেইজিং। রোমান ক্যাথলিক চার্চ সম্প্রতি আন্তর্জাতিক একটি গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তারা একটি নতুন বইয়ে উইঘুর সম্প্রদায়কে একটি নিষ্পেষিত সম্প্রদায় বলে বর্ণনা করেছেন। ওই বইটির নাম ‘লেট আস ড্রিম : দ্য পাথ টু এ বেটার ফিউচার’। এ ছাড়া দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সম্প্রদায় ও বিশ্ব সম্প্রদায় চীন সরকারের সমালোচনা করে আসছে। তারা দাবি করছে, কমপক্ষে ১০ লাখ উইঘুর মুসলিমকে আটক করে রেখেছে চীন সরকার। কিন্তু চীন সরকার দাবি করেছে, বন্দী নয়, উইঘুরদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন শিবিরে। এমন সময় পোপ ফ্রান্সিসের ওই সমালোচনার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পোপের অভিযোগ ভিত্তিহীন।

সর্বশেষ খবর