শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

তুরস্কে অভ্যুত্থানে জড়িত ৩৩৭ জনের যাবজ্জীবন

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল। সেই ঘটনায় জড়িত ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই প্রাক্তন পাইলট। এ ছাড়া ৬০ জনকে জেল ও ৭৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারা সংলগ্ন একটি বিমান ঘাঁটি থেকে প্রথমে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়। যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ট্যাংক নিয়ে তুরস্কের সেনা সদর দফতরে হামলা চালায়। সরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে প্রবল সংঘর্ষের জেরে ২৭০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১০০-এর বেশি বিদ্রোহীও ছিল। পরে সরকারি নিরাপত্তারক্ষী ও তুরস্ক সেনার তৎপরতায় ব্যর্থ হয় বিদ্রোহীদের সব চেষ্টা। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমেরিকার মদদপুষ্ট তুরস্কের ব্যবসায়ী ও মুসলিম ধর্মপ্রচারক ফেথুল্লাহ গুলেনের প্রায় তিন লাখ সমর্থককে গ্রেফতার করা হয়। যার মধ্যে প্রায় এক লাখ এখনো বিচারাধীন অবস্থায় জেল খাটছে। অন্যদিকে প্রায় চার বছর ধরে অভ্যুত্থানের মূল মামলায় আসামি ছিল ৪৭৫ জন। যার মধ্যে ৩৬৫ জনকে ওই ঘটনার পর গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়ে প্রাক্তন পাইলটসহ ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর